রূপকুমারী তুমি
রূপকুমারী তুমি
সাইয়িদ রফিকুল হক
ফুলদানির ওই ফুল দেখি না
ফুল যে তুমি নিজে,
সেদিন তুমি হাসলে কত
কাশবনেতে ভিজে!
ফুলকলিরা পালায় ভয়ে
শুধু তোমায় দেখে,
রূপকুমারী তুমি বন্ধু
বলছে সবাই ডেকে।
ফুলের বনে লুকোচুরি
চলছে আরও কানাকানি,
ভুবন-মোহন রূপ যে তোমার
শুনছি এমন বাণী।
ফুলকুমারী-রূপকুমারী
সব যে তুমি হলে,
তোমার রূপে পাগল হলাম
ভালোবাসি বলে।
একটুখানি ভালোবেসে
দিয়ো আমায় ডাক,
নইলে আমি দহন-জ্বালায়
পুড়ে হবো খাক!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৭/০৩/২০১৭মাধুরী মেশানো লেখা
-
পরশ ০৬/০৩/২০১৭চমতকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৩/২০১৭খুব ভালো।
-
সাইদুর রহমান ০৫/০৩/২০১৭খুব সুন্দর।
-
প্রশান্ত কুমার ঘোষ ০৫/০৩/২০১৭অনেক ভাললাগা