দুঃখ-কষ্ট করবো জয়
দুঃখ-কষ্ট করবো জয়
সাইয়িদ রফিকুল হক
দুঃখ দেখে পেয়ো না ভয়
দুঃখ নয় যে কোনো বাধা,
কষ্ট ভুলে উঠে দাঁড়াও
যদি না হও তুমি গাধা।
দুঃখ আসবে ঝড়ের মতো
আবার যাবে সবই উড়ে,
কষ্ট ভুলে দাঁড়াও ঘুরে
তুমি মূর্খ আস্ত-কুঁড়ে।
দুঃখ-কষ্ট আছে জানি
কিন্তু তাদের মানি না,
এই পৃথিবী সাহসীদের
একটিবারও ভুলো না।
দুঃখ-কষ্ট একইসঙ্গে
আনবে অনেকরকম ক্ষয়,
আমরা সবাই মিলেমিশে
দুঃখ-কষ্ট করবো জয়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৩/২০১৭খুব ভালো।
-
প্রশান্ত কুমার ঘোষ ০৪/০৩/২০১৭প্রেরণাময়
-
এস এম আলমগীর হোসেন ০৪/০৩/২০১৭Good
-
দ্বীপ সরকার ০৪/০৩/২০১৭ণিচে
-
পরশ ০৪/০৩/২০১৭খুব ভাল