তবুও দেখি ছায়া
তবুও দেখি ছায়া
সাইয়িদ রফিকুল হক
ভুলতে তোমায় চাইছি বলে
পড়ছো বেশি মনে,
অদৃশ্যলোকে খেলছে খেলা
কে যেন আমার সনে!
দেখি নাকো তাকে পাশে
তবুও শুনি হাসি,
লোকে বলে আমি নাকি
কাউকে ভালোবাসি!
দেখছি নাকো কারও ছবি
তবুও দেখি ছায়া,
অশান্ত মনে যায় যে বেড়ে
আরও একটু মায়া!
কথা নাই তার একটুখানি
তবুও শুনি গান,
অচেনা সেই বন্ধুর টানে
যায় বুঝি প্রাণ!
সামনে-পিছে দেখি নাকো
একবারও যার কায়া,
দিনে-রাতে মনবাগানে
তবুও দেখি তার ছায়া!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদত হোসেন চৌধুরী ০৫/০৩/২০১৭খুব ভালো লাগলো
-
ম্রীনময় সরকার ০৪/০৩/২০১৭কবিতাটা ভাল
-
পরশ ০৪/০৩/২০১৭সেই রকম হয়ছে
-
মোমিনুল হক আরাফাত ০৪/০৩/২০১৭o nice
-
শোয়াইব শাওন ০৩/০৩/২০১৭very nice
-
রাবেয়া মৌসুমী ০৩/০৩/২০১৭সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৩/২০১৭খুব ভালো। ছবিটার লিঙ্ক চাই।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৩/২০১৭ওয়াও!! দারুণ নিবেদনমূলক গীতিকবিতা।
পাঠকমনের খোরাক জোগায়, যেন কাব্য জগতের নন্দন আর ভালবাসার কানন।
ধন্যবাদ