গীতিকবিতা নেশায় পড়ে
গীতিকবিতা: নেশায় পড়ে
সাইয়িদ রফিকুল হক
নেশায় পড়ে ছাড়লি ধর্ম,
বুঝলি নারে তুই ধর্মের মর্ম।
হায় যেদিন তোর হবে মরণ,
সেদিন রে তুই নিবি কার শরণ!
আগুন থেকে কেমনে বাঁচাইবি চর্ম?
ছোট্ট মনে তোর যে দেখি এতো নেশা,
জানলি না তুই এ যে তোর সর্বনাশা!
ওরে তুই কবে বুঝবি জীবনধর্ম?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
নেশায় পড়ে ছাড়লি ধর্ম,
বুঝলি নারে তুই ধর্মের মর্ম।
হায় যেদিন তোর হবে মরণ,
সেদিন রে তুই নিবি কার শরণ!
আগুন থেকে কেমনে বাঁচাইবি চর্ম?
ছোট্ট মনে তোর যে দেখি এতো নেশা,
জানলি না তুই এ যে তোর সর্বনাশা!
ওরে তুই কবে বুঝবি জীবনধর্ম?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৩/২০১৭ভালো।
-
শাহাদত হোসেন চৌধুরী ২৮/০২/২০১৭ভালো লাগলো
-
জহির মাহমুদ ২৮/০২/২০১৭বাহ! অসাধারণ লেখনি.....
-
তাবেরী ২৮/০২/২০১৭সুন্দর