ভালোবাসার নামে
ভালোবাসার নামে
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখে স্বপ্ন দেখি
ঢেকে আছে কুয়াশায়,
ভালোবাসার নামে তুমি
মেতে আছো তামাশায়!
আরও কত মরু-ঝড় যে
দেখছি তোমার বুকে,
ভালোবাসার গোলাপদানি
দিবে এবার ঠুকে!
ভালোবাসার স্বপ্নে তোমার
ঢুকে গেছে কীট!
প্রেম-দাবিতে দায়ের করবো
কোথায় একখানা রিট?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখে স্বপ্ন দেখি
ঢেকে আছে কুয়াশায়,
ভালোবাসার নামে তুমি
মেতে আছো তামাশায়!
আরও কত মরু-ঝড় যে
দেখছি তোমার বুকে,
ভালোবাসার গোলাপদানি
দিবে এবার ঠুকে!
ভালোবাসার স্বপ্নে তোমার
ঢুকে গেছে কীট!
প্রেম-দাবিতে দায়ের করবো
কোথায় একখানা রিট?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইন্তিখাব আলম ০২/০৩/২০১৭দারুণ।
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০২/২০১৭অনেক ভাল লিখছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০২/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
মোনালিসা ২৬/০২/২০১৭সুন্দর
-
আব্দুল হক ২৬/০২/২০১৭লিখার জন্য ধন্যবাদ!
-
শেখ হৃদয় রহমান ২৬/০২/২০১৭বেশ মজার।