বাংলা হলো মাতৃভাষা
বাংলা হলো মাতৃভাষা
সাইয়িদ রফিকুল হক
বাংলাভাষার স্বর্ণযুগে
ছিল নাতো ভান,
দেশের জন্য ভাষার জন্য
ছিল সবার টান।
এখন দেখি অনেকজনে
করছে ভীষণ ভণ্ডামি,
বাংলা ভুলে গোবর খেয়ে
করছে কত ষণ্ডামি!
বাংলা হলো মাতৃভাষা
অনেক বেশি মধুর,
তবুও কেন শুনছি এখন
ইংরেজিরই সুর?
নিজের দেশে বাংলা আমার
পাচ্ছে এখন কষ্ট,
ভাষার বুকে হানছে ছুরি
কতকগুলো নষ্ট।
বাংলা হলো মাতৃভাষা
যায় না তাকে ভোলা,
চিরদিন যে আপন-বুলি
অন্তরে দেয় দোলা।
বাংলা-ভুলে করছো যারা
অনেক রকম ভণ্ডামি,
ভুল বুঝে সব আয়রে ফিরে
বলছি রফিক আমি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
বাংলাভাষার স্বর্ণযুগে
ছিল নাতো ভান,
দেশের জন্য ভাষার জন্য
ছিল সবার টান।
এখন দেখি অনেকজনে
করছে ভীষণ ভণ্ডামি,
বাংলা ভুলে গোবর খেয়ে
করছে কত ষণ্ডামি!
বাংলা হলো মাতৃভাষা
অনেক বেশি মধুর,
তবুও কেন শুনছি এখন
ইংরেজিরই সুর?
নিজের দেশে বাংলা আমার
পাচ্ছে এখন কষ্ট,
ভাষার বুকে হানছে ছুরি
কতকগুলো নষ্ট।
বাংলা হলো মাতৃভাষা
যায় না তাকে ভোলা,
চিরদিন যে আপন-বুলি
অন্তরে দেয় দোলা।
বাংলা-ভুলে করছো যারা
অনেক রকম ভণ্ডামি,
ভুল বুঝে সব আয়রে ফিরে
বলছি রফিক আমি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৩/২০১৭সুন্দর কবিতা
-
পরশ ২৫/০২/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০২/২০১৭অনেক ভালোলাগা রইল। শুভেচ্ছা।