চোখের জল
চোখের জল
সাইয়িদ রফিকুল হক
কাঁদতে-কাঁদতে শুকিয়ে গেল চোখের জল,
তবুও দেখি কেউ বলে না আমার সঙ্গে চল্!
মানুষ এখন হরেক-রকম যায় না চেনা রঙ,
বুঝি না তাই কোনটা আসল আর কোনটা ঢঙ!
অনেক কষ্টে হারালাম আজ নিজ-চোখের জল,
দুঃখ তবুও ভাসছে বুকে আরও কত করছে টলমল!
জীবনটা যে দুঃখে গেল দেখলো না কেউ তবুও চেয়ে,
আরও কত দুঃখ আসবে মেঘের মতো ছেয়ে?
চোখের জল রেখেছি তাই অনেক কষ্টে ধরে,
কাঁদতে হবে বুঝি আরও আজকের মতো এমন করে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
কাঁদতে-কাঁদতে শুকিয়ে গেল চোখের জল,
তবুও দেখি কেউ বলে না আমার সঙ্গে চল্!
মানুষ এখন হরেক-রকম যায় না চেনা রঙ,
বুঝি না তাই কোনটা আসল আর কোনটা ঢঙ!
অনেক কষ্টে হারালাম আজ নিজ-চোখের জল,
দুঃখ তবুও ভাসছে বুকে আরও কত করছে টলমল!
জীবনটা যে দুঃখে গেল দেখলো না কেউ তবুও চেয়ে,
আরও কত দুঃখ আসবে মেঘের মতো ছেয়ে?
চোখের জল রেখেছি তাই অনেক কষ্টে ধরে,
কাঁদতে হবে বুঝি আরও আজকের মতো এমন করে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৭/০৩/২০১৭সত্যিই সুন্দর
-
তাবেরী ২৮/০২/২০১৭খুব ভাল লাগল
-
বিশ্বামিত্র ২৬/০২/২০১৭খুব সুন্দর ভাবে দুঃখের বিন্যাস হয়েছে।কবি অনেক অনেক শুভেচ্ছা থাকল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০২/২০১৭ভালোলাগা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০২/২০১৭চমৎকার গীতিকাব্যধর্মী কবিতা।