নেশা-মদে ডুবে আছি
নেশা-মদে ডুবে আছি
সাইয়িদ রফিকুল হক
তুমি বন্ধু ডুবে আছো মদেরই নেশায়,
আমি আছি আরেক মদে রূপের আশায়!
কোনটা ভালো কোনটা মন্দ
তার কিছু জানি নাতো বন্ধু,
অনেক আশায় ভীষণ মদে
ডুবে আছি আমরা শুধু।
নেশার মদে হঠাৎ সবি দিলো ভাসায়।
রূপ-মদ যে চাই না খেতে তবুও তো খাই
কীসের আশায় কীসের নেশায়!
রূপের মদে পাগল করে টানছে কে যে
যাচ্ছে নিয়ে জানি নাতো কোন সর্বনাশায়।
এই বিপদে পথ দেখাবে কে ভালোবাসায়।
(এই বিপদে পথ দেখাবে কোন বন্ধু ভালোবাসায়?)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
তুমি বন্ধু ডুবে আছো মদেরই নেশায়,
আমি আছি আরেক মদে রূপের আশায়!
কোনটা ভালো কোনটা মন্দ
তার কিছু জানি নাতো বন্ধু,
অনেক আশায় ভীষণ মদে
ডুবে আছি আমরা শুধু।
নেশার মদে হঠাৎ সবি দিলো ভাসায়।
রূপ-মদ যে চাই না খেতে তবুও তো খাই
কীসের আশায় কীসের নেশায়!
রূপের মদে পাগল করে টানছে কে যে
যাচ্ছে নিয়ে জানি নাতো কোন সর্বনাশায়।
এই বিপদে পথ দেখাবে কে ভালোবাসায়।
(এই বিপদে পথ দেখাবে কোন বন্ধু ভালোবাসায়?)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০২/২০১৭এ নেশা ভালো না। অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০২/২০১৭দারুন গীতিকাব্য ও নিবেদনমূলক লাইন
::এই বিপদে পথ দেখাবে কোন বন্ধু, ভালবাসায়?::
অসংখ্য ধন্যবাদ কবিকে
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: -
আব্দুল হক ২২/০২/২০১৭সুন্দর!