ধর্ম হলো হৃদয়-আলো
ধর্ম হলো হৃদয়-আলো
সাইয়িদ রফিকুল হক
ধর্মটাকে ভালোবেসে
হচ্ছো কিনা মুমীন?
কাজে তোমার ভুলটা হলে
বলবে লোকে কুমীন।
সত্য তোমার ঘরের বাইরে
তুমি মিথ্যার খনি,
লেবাসধারী ধার্মিক হয়ে
হবে চোখের মণি?
ধর্মটাকে ভালোবেসে
হও না তুমি ভালো,
সত্যপ্রেমে ধর্ম তোমার
করবে হৃদয় আলো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ধর্মটাকে ভালোবেসে
হচ্ছো কিনা মুমীন?
কাজে তোমার ভুলটা হলে
বলবে লোকে কুমীন।
সত্য তোমার ঘরের বাইরে
তুমি মিথ্যার খনি,
লেবাসধারী ধার্মিক হয়ে
হবে চোখের মণি?
ধর্মটাকে ভালোবেসে
হও না তুমি ভালো,
সত্যপ্রেমে ধর্ম তোমার
করবে হৃদয় আলো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০২/২০১৭বেশ ভাল কবি
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭চমৎকার,
উপদেশমূলক কবিতা
এভাবেই কবিতায় আমরা বিপ্লব অনতে পারি যে কোন অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে....
ধন্যবাদ!! -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০২/২০১৭অনেক শুভেচ্ছা।