কলজে পোড়ার গন্ধ শুনে
কলজে পোড়ার গন্ধ শুনে
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর আগুন জ্বলে,
সত্য বেরোয় হৃদয় গলে!
বুকটা পুড়ে হচ্ছে খাক,
শুনি নাতো সমবেদনার ডাক!
মানুষ এখন আছে কোথায়?
লোকালয়ে নাকি কোনো গোশালায়?
কলজে পোড়ার গন্ধ শুনে
হাসছো তুমি খিলখিলিয়ে,
এমন দিনও আসবে তোমার
হাসবে সবাই দিলমিলিয়ে।
আজকে তুমি অহংকারে
হাসলে আমার দুঃখ দেখে,
তোমার হাসি তোমার অহং
আনবে তোমার চিরদুঃখ ডেকে।
আমার বুকে দারুণ দুঃখে
কষ্টে ভাষা নাই যে মুখে!
কলজে পোড়ার গন্ধ শুনে
হাসছো তুমি সুখটা গুনে?
এমন দিনও আসবে তোমার,
পড়বে মনে কথা আমার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর আগুন জ্বলে,
সত্য বেরোয় হৃদয় গলে!
বুকটা পুড়ে হচ্ছে খাক,
শুনি নাতো সমবেদনার ডাক!
মানুষ এখন আছে কোথায়?
লোকালয়ে নাকি কোনো গোশালায়?
কলজে পোড়ার গন্ধ শুনে
হাসছো তুমি খিলখিলিয়ে,
এমন দিনও আসবে তোমার
হাসবে সবাই দিলমিলিয়ে।
আজকে তুমি অহংকারে
হাসলে আমার দুঃখ দেখে,
তোমার হাসি তোমার অহং
আনবে তোমার চিরদুঃখ ডেকে।
আমার বুকে দারুণ দুঃখে
কষ্টে ভাষা নাই যে মুখে!
কলজে পোড়ার গন্ধ শুনে
হাসছো তুমি সুখটা গুনে?
এমন দিনও আসবে তোমার,
পড়বে মনে কথা আমার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ০২/০৩/২০১৭ভালোলাগা নিয়ে গেলাম । ভালো থাকুন নিরন্তর ।
-
জাফর পাঠান ০২/০৩/২০১৭ছন্দকবিতাটি বেশ ভালো লাগলো । ভালোলাগা রেখে গেলাম ।
-
সোহান শরীফ ১৮/০২/২০১৭অসাধারণ কবিতা। শুভেচ্ছা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০২/২০১৭দারুন। অনেক শুভেচ্ছা।
-
এম এস সজীব ১৭/০২/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭চমৎকার থিম!!!!