বইমেলায় সাহিত্য কতটুকু (তৃতীয় পর্ব)
বইমেলায় সাহিত্য কতটুকু? (তৃতীয় পর্ব)
সাইয়িদ রফিকুল হক
বই তো অনেক দেখি। আরও কত বই ছাপা হচ্ছে! মেলাজুড়ে বানের জলের মতো শুধু বই আর বই! এ যেন বইয়ের রাজ্য। আর যতসব সস্তা-বইয়ের খেলা।
আমাদের মনের মতো আর প্রাণজুড়ানো সাহিত্য কোথাও খুঁজে পাচ্ছি না। আগাছা-পরগাছা আর পরজীবীউদ্ভিদের আনাগোনা এখন বড় বেশি। সবখানে ভেজাল নামক আতঙ্ক।
বইও এখন ভেজাল হয়ে গেছে। একটা আধাপাগল এখন কবি-লেখক হওয়ার জন্য কতরকম কসরৎ করছে। আর এই দেশের একশ্রেণীর নীতিহীন-নীতিভ্রষ্ট প্রকাশকও অর্থলোভে এদের বই-ই ছাপাচ্ছে। আরও আছে বসন্তের কোকিলের মতো একপ্রকার ফরমায়েশীলেখক। এদের আদিনিবাস আমাদের জানা নাই। এরা হঠাৎ করেই কিংবা রাতারাতি লেখক হওয়ার বাসনায় নিজেদের সরকারি কিংবা বেসরকারি উচ্চপর্যায়ের ইমেজ-প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে হাজার-হাজার বই ছাপাচ্ছে। আর তা কিনতে বাধ্য করা হচ্ছে সরকারিপ্রতিষ্ঠানসমূহকে। এদের ভিড়ে আর এদের অতিরিক্ত চাপে সাহিত্যপ্রেমী-সত্যিকারের কবি-লেখক আজ হারিয়ে যেতে বসেছে। তাই, বইমেলায় আগের মতো এখন আর সাহিত্য খুঁজে পাই না!
(ক্রমশঃ)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০২/২০১৭
দেশটাও!!