www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বইমেলায় সাহিত্য কতটুকু (তৃতীয় পর্ব)




বইমেলায় সাহিত্য কতটুকু? (তৃতীয় পর্ব)
সাইয়িদ রফিকুল হক

বই তো অনেক দেখি। আরও কত বই ছাপা হচ্ছে! মেলাজুড়ে বানের জলের মতো শুধু বই আর বই! এ যেন বইয়ের রাজ্য। আর যতসব সস্তা-বইয়ের খেলা।
আমাদের মনের মতো আর প্রাণজুড়ানো সাহিত্য কোথাও খুঁজে পাচ্ছি না। আগাছা-পরগাছা আর পরজীবীউদ্ভিদের আনাগোনা এখন বড় বেশি। সবখানে ভেজাল নামক আতঙ্ক।

বইও এখন ভেজাল হয়ে গেছে। একটা আধাপাগল এখন কবি-লেখক হওয়ার জন্য কতরকম কসরৎ করছে। আর এই দেশের একশ্রেণীর নীতিহীন-নীতিভ্রষ্ট প্রকাশকও অর্থলোভে এদের বই-ই ছাপাচ্ছে। আরও আছে বসন্তের কোকিলের মতো একপ্রকার ফরমায়েশীলেখক। এদের আদিনিবাস আমাদের জানা নাই। এরা হঠাৎ করেই কিংবা রাতারাতি লেখক হওয়ার বাসনায় নিজেদের সরকারি কিংবা বেসরকারি উচ্চপর্যায়ের ইমেজ-প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে হাজার-হাজার বই ছাপাচ্ছে। আর তা কিনতে বাধ্য করা হচ্ছে সরকারিপ্রতিষ্ঠানসমূহকে। এদের ভিড়ে আর এদের অতিরিক্ত চাপে সাহিত্যপ্রেমী-সত্যিকারের কবি-লেখক আজ হারিয়ে যেতে বসেছে। তাই, বইমেলায় আগের মতো এখন আর সাহিত্য খুঁজে পাই না!


(ক্রমশঃ)

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০২/২০১৭
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সব কিছুই এখন পুজিবাদীদের হাতের নাগালে

    দেশটাও!!
    • আসলে তা-ই।
      আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধু।
      • সাহিত্যও এখন (সাহিত্য পুজিবাদীদের) পুজিবাদীদের হাতে হাতে

        ওরা কোন নোংরা কথা বললে বা কাউকে গালি দিলে সেটাও সাহিত্য হয়ে যায়, বই আকারে প্রকাশ হয়,

        এমনকি পুরস্কারও পায়।
 
Quantcast