বইমেলায় সাহিত্য কতটুকু (প্রথম পর্ব)
বইমেলায় সাহিত্য কতটুকু? (প্রথম পর্ব)
সাইয়িদ রফিকুল হক
বইমেলায় বই কত! রাশি-রাশি বই পড়ে আছে দোকানগুলোতে। এর থেকে কিছু-কিছু প্রতিদিন বিক্রিও হচ্ছে। আবার মেলায় পাঠকও আসছে কত! তবে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বইমেলার দর্শক।
আমাদের দেশের বইমেলাকে কেন্দ্র করে অনেক বই ছাপা হচ্ছে প্রতিবছর। আর এখন তো একুশের বইমেলা-উপলক্ষে প্রতিদিনই কোনো-না-কোনো নতুন বই আসছে মেলায়। কিন্তু এই বইগুলোর কয়টি সাহিত্য? আর এগুলোর কোনো সাহিত্য মূল্য আছে কিনা?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১২/০২/২০১৭হুম্ম
-
আব্দুল হক ১২/০২/২০১৭বই মেলা যেন খেলা না হয়!
-
ফয়সাল রহমান ১১/০২/২০১৭ভালো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০২/২০১৭বই মেলা না হোক প্রকাশক কেন্দ্রিক
মুল্যায়ন হোক সাহিত্যের!!!!