বাংলা একাডেমীর বইমেলায় কাটপিস জোড়াতালি দেওয়া আর চটি-বইয়ের রাজত্ব (প্রথম পর্ব)
বাংলা একাডেমীর বইমেলায় কাটপিস, জোড়াতালি দেওয়া আর চটি-বইয়ের রাজত্ব (প্রথম পর্ব)
সাইয়িদ রফিকুল হক
বাংলা একাডেমীর বইমেলা শুরু হয়েছিলো সৃজনশীল-পুস্তক-প্রকাশনার জন্য। আর একটা সময় বইমেলায় সৃজনশীল-বই-ই প্রকাশিত হতো। এখন দিনকাল বদলে গেছে। অনেক আগাছা-পরগাছাও এখন লেখক হওয়ার জন্য হন্যে হয়ে ছুটছে। লেখক হওয়ার প্রচেষ্টা দোষের কিছু নয়। কিন্তু লেখকের থাকতে হবে মৌলিক-প্রতিভা। কিন্তু এরা চৌর্যবৃত্তিতে পারদর্শী। চুরিই এদের একমাত্র সম্বল। এরা লেখক হওয়ার যোগ্য নয়। তবুও এরা জোড়াতালি দিয়ে লেখক হওয়ার চেষ্টা চালাচ্ছে। একশ্রেণীর তস্কর এখন লেখক হওয়ার সর্বাত্মক-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদের মদদদাতা হচ্ছে একশ্রেণীর টাকালোভী-প্রকাশক।
(সংক্ষেপিত)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০২/২০১৭
-
আব্দুল হক ১০/০২/২০১৭ভালো লিখা, অভিনন্দন।
প্রকাশক, পরিচালক টাইপের যারাই আছেন আমাদের সমাজে এরা একটু বেশিই ধাপ্পাবাজ,
তারপরেও আমরা এদের খুব পূজা করি,
যদি এরা সমাজের মানুষের তথা সাহিত্য প্রেমিকদের সাথে ধাপ্পাবাজি করে আসছে।
ধিক! ওদের প্রতি