ত্রিশলক্ষ শহীদ-বন্ধু
ত্রিশলক্ষ শহীদ-বন্ধু
সাইয়িদ রফিকুল হক
বাংলার মাটিতে কান পেতে রাখ্,
তুইও শুনবি মুক্তিযোদ্ধা ত্রিশলাখ।
নয়টি মাসে মরেছে মানুষ লাখে-লাখে,
গণকবর আছে কতো দেশের মাটিতে
নদীর বাঁকে-বাঁকে!
আর তুই ছিলি ফুর্তিখানায়
বুঝবি কেমনে!
দেশটা বুঝি স্বাধীন হয়েছে
অ্যামনে-অ্যামনে?
মানুষের চোখে ছিল নাতো ঘুম,
পাকিস্তানী-হায়েনাদের ছিল শুধু
মানুষ-মারার ধুম।
মানুষের রক্তে হোলি খেলেছে
ওই জানোয়ার-পাকি,
এমন কোনো পাপ-অপরাধ
রাখেনি ওরা বাকী।
পাকিস্তানী-শরাব ভুলে
পান করো বাংলার শরবত,
তাইলে তুমি পাবে একটু
বুদ্ধিসুদ্ধি আল্লাহর রহমত।
এখনও বলছি: কান পেতে শোন্ মাটিতে,
ত্রিশলক্ষ শহীদ-বন্ধু শুয়ে আছে
বাংলার ঘাঁটিতে।
------------------------------------
সাইয়িদ রফিকুল হক
বাংলার মাটিতে কান পেতে রাখ্,
তুইও শুনবি মুক্তিযোদ্ধা ত্রিশলাখ।
নয়টি মাসে মরেছে মানুষ লাখে-লাখে,
গণকবর আছে কতো দেশের মাটিতে
নদীর বাঁকে-বাঁকে!
আর তুই ছিলি ফুর্তিখানায়
বুঝবি কেমনে!
দেশটা বুঝি স্বাধীন হয়েছে
অ্যামনে-অ্যামনে?
মানুষের চোখে ছিল নাতো ঘুম,
পাকিস্তানী-হায়েনাদের ছিল শুধু
মানুষ-মারার ধুম।
মানুষের রক্তে হোলি খেলেছে
ওই জানোয়ার-পাকি,
এমন কোনো পাপ-অপরাধ
রাখেনি ওরা বাকী।
পাকিস্তানী-শরাব ভুলে
পান করো বাংলার শরবত,
তাইলে তুমি পাবে একটু
বুদ্ধিসুদ্ধি আল্লাহর রহমত।
এখনও বলছি: কান পেতে শোন্ মাটিতে,
ত্রিশলক্ষ শহীদ-বন্ধু শুয়ে আছে
বাংলার ঘাঁটিতে।
------------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলীমুশ্বান সাইমুন ১১/০২/২০১৭fine.
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১০/০২/২০১৭কবিতাটি পড়ে ভালো লাগল।
-
মোহাম্মদ সফিউল হক ১০/০২/২০১৭বাহ্
-
আব্দুল হক ০৯/০২/২০১৭সুন্দর কথামালা!
-
মুশফিকুর রহমান ০৯/০২/২০১৭ভাল লাগল। অনেক দিন আগে “মেহেরজান “ ছবিটি দেখেছিলাম ইন্ডিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভেলে। সেখানে আমাদের মুক্তিযুদ্ধের যেভাবে অপমান করা হয়েছেে আপনি ছবিটি না দেখলে বুঝতে পারবেন না।
বাঙলী পরিচলক হয়ে তিনি এরকম চলচ্চিত্র কেন নির্মান করলেন আজও আমি বুঝতে পারছি না ।