সত্য বলার ক্যাপসুল
সত্য বলার ক্যাপসুল
সাইয়িদ রফিকুল হক
বাজারে আজকাল সত্যবাদী হওয়ার ক্যাপসুল
বিক্রি হলে তোমাদের জন্য খুব ভালো হতো,
তোমরা যারা এখন নিয়মিত মিথ্যাচর্চা করছো
তাদের জন্য হতো এটি বিরাট সুখবর!
তোমরা সজ্ঞানে প্রতিদিন মিথ্যা বলতে
আর একটা-একটা করে ক্যাপসুল খেয়ে
দিন-রাত সত্যবাদী-সাজার চেষ্টা করতে!
জানি, এমন ক্যাপসুল হয়তো একদিন
তোমাদের নোংরা পৃথিবীতে আবিষ্কৃত হবে,
আর তা খুব সহসা বাজারেও আসবে।
তবে সেদিন মানুষ থাকবে কিনা সন্দেহ!
তোমরা এখন খুব আয়েশ করে মিথ্যা বলছো
আর তাড়িয়ে দিচ্ছো নির্মল সত্যকে,
তোমাদের প্রত্যেকের পকেটে বুঝি রয়েছে
একনিমিষে রেডিমেট-সত্যবাদী হওয়ার ক্যাপসুল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
বাজারে আজকাল সত্যবাদী হওয়ার ক্যাপসুল
বিক্রি হলে তোমাদের জন্য খুব ভালো হতো,
তোমরা যারা এখন নিয়মিত মিথ্যাচর্চা করছো
তাদের জন্য হতো এটি বিরাট সুখবর!
তোমরা সজ্ঞানে প্রতিদিন মিথ্যা বলতে
আর একটা-একটা করে ক্যাপসুল খেয়ে
দিন-রাত সত্যবাদী-সাজার চেষ্টা করতে!
জানি, এমন ক্যাপসুল হয়তো একদিন
তোমাদের নোংরা পৃথিবীতে আবিষ্কৃত হবে,
আর তা খুব সহসা বাজারেও আসবে।
তবে সেদিন মানুষ থাকবে কিনা সন্দেহ!
তোমরা এখন খুব আয়েশ করে মিথ্যা বলছো
আর তাড়িয়ে দিচ্ছো নির্মল সত্যকে,
তোমাদের প্রত্যেকের পকেটে বুঝি রয়েছে
একনিমিষে রেডিমেট-সত্যবাদী হওয়ার ক্যাপসুল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুমান ১০/০২/২০১৭nice
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০২/২০১৭ওয়াও.....
ধন্যবাদ বন্ধু। -
আশুতোষ দালাল ০৮/০২/২০১৭বেশ ভালো...ভালো থাকুন