চোখে শুধু জল
চোখে শুধু জল
সাইয়িদ রফিকুল হক
চোখের কোণে দেখছি তোমার কালি,
ক’দিন পরে অশ্রু ঝরে খালি!
বুকে তোমার বাজে ব্যথার সুর,
দুঃখের নেশায় ডুবে তুমি চুর!
হাতের লক্ষ্মী পায়ে ঠেলে
আনলে তুমি দুঃখরাশি,
এমন সময় বলবে কে যে
বন্ধু তোমায় ভালোবাসি!
নিজের ভুলে ভাঙলে বুকের বল,
বন্ধু তোমার চোখে শুধু জল!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০২/২০১৭শুভেচ্ছা।
-
ফয়সাল রহমান ০৬/০২/২০১৭ভালো
-
প্রশান্ত কুমার ঘোষ ০৬/০২/২০১৭সুন্দর