ফাল্গুন-মাসে
ফাল্গুন-মাসে
সাইয়িদ রফিকুল হক
ফাল্গুন-মাসে সব যে দেখি রক্তলাল,
বীর-বাঙালির ইতিহাসের পৃষ্ঠাও লাল!
আর রফিকদের বুকের রক্তও লাল।
ফাল্গুন-মাসে রক্ত ঝরে বাংলার বুকে,
শোকের ছায়া চোখে পড়ে ভাইয়ের মুখে!
তবুও দেখি হাসে সবাই দেশের সুখে।
ফাল্গুন-মাসে বাংলা-প্রেমে মেতে ওঠে জাতি,
ভাষা-প্রেমে ফুলে-ফেঁপে স্ফীত হয় যে ছাতি!
এরাই কিন্তু এগারো-মাস বুকে রাখে ইংলিশ-হাতি।
ফাল্গুন-মাসে এখনও তাই ভাষাশহীদ কাঁদছে বসে,
বাংলার বুকে বাংলাবর্ণ ধীরে-ধীরে যাচ্ছে খসে!
কে আছে রে বীর-বাহাদুর ভণ্ডের মুখে মারবে চড় কষে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ০৬/০২/২০১৭বাঃ
-
রাবেয়া মৌসুমী ০৬/০২/২০১৭বাহ্!
-
পরশ ০৬/০২/২০১৭কবিও এখন আবেগে লাল হয়েছেন বুঝি...
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০২/২০১৭কৃষ্ঞচুড়া আর তুমি
সত্যিই যেন এক হয়ে গেছ
হে ফাগুনের কবি! -
আব্দুল হক ০৬/০২/২০১৭বেশ ! সুন্দর লিখেছেন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০২/২০১৭ফাল্গুন। একসাথে কি করা গেল না। শুভেচ্ছা।
-
আলীমুশ্বান সাইমুন ০৫/০২/২০১৭সুন্দর
-
মুশফিকুর রহমান ০৫/০২/২০১৭ভাল লাগল মুক্তিযুদ্ধের প্রতি আপনার মমতা দেখে। তবে অনেক বুদ্ধিজীবি মুক্তিযুদ্ধকে “সেপারেটিস্ট ওয়ার” বলছেন কষ্ট লাগে ইংরেজির ভূল প্রয়োগ দেখে...। ভাল থাকবেন ।