একদিন হারিয়ে যাবো বইমেলায়
একদিন হারিয়ে যাবো বইমেলায়
ভাবছি এবারও বইমেলায় যাবো। মনে খুব আনন্দ নিয়ে যাবো এবারের মেলায়। আর প্রতিবারের মতো কিনবো কিছু বই। তাই, আগে থেকে ভাবছি: কিনবো কী-সব বই?
মনের মধ্যে অনেক ভাবনা। কিন্তু একদিন বইমেলায় তো হারিয়ে যেতেই হবে। একদিন সংসার আর লোকালয় ভুলে হারিয়ে যেতে হবে বইমেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০২/০২/২০১৭বইয়ের মাঝে হারিয়ে যাওয়ায় শান্তি অনেক।