মনটা রঙিন হলে
মনটা রঙিন হলে
সাইয়িদ রফিকুল হক
জীবন তোমার রঙিন হবে
মনটা রঙিন হলে,
দামি পোশাক পরেও তুমি
ভাসবে চোখের জলে!
বাইরে যতই থাক না মেঘ
সবই কেটে যাবে,
মনটা তোমার রঙিন হলে
সুখের দেখা পাবে।
ভিতরটাতে ভুলের পাহাড়
সবটা ফেল ঝেড়ে,
আত্মশুদ্ধির অভিযানে
উঠবে তুমি বেড়ে।
হিংসাগুলো দাও না ফেলে
ফুটবে ফুলের মতো,
জীবন-পাঁপড়ি ফুটবে তোমার
রঙিন হয়ে কত!
আর কী বলার আছে বন্ধু
মনটা কর রঙিন,
নইলে তোমার জীবনটা যে
হবে বড় সঙ্গিন!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০১/২০১৭ভালোলাগা রেখে গেলাম।