ছলনার জাল
ছলনার জাল
সাইয়িদ রফিকুল হক
বড়শি ফেলে ধরা যেতো যদি ছলনা,
তবে দেখতে ধরা খেতো কত ললনা!
ছলনার জাল পেতেছে কেউ চারিপাশে,
তবুও তারে পাই না দেখতে মিথ্যা-আশ্বাসে!
পেতেছে কেউ সূক্ষ্ম এক জাল প্রতারণার,
বিশ্বাস তবুও হয় নাকো আত্মহারার!
আমি যদি হতাম কোনো দক্ষ-জেলে,
তবে হয়তো পারতাম ধরতে জাল ফেলে।
হায়-হায় বন্ধু, এ-যে কেমন ছলনার জাল,
বড়শি দিয়ে যায় না ধরা—পাই না কোনো তাল।
হায়-হায় করে মরি শুধু ওই ছলনার রুদ্র-জালে,
ভাবছি বন্ধু, দুর্গতি আর আছে কত তপ্ত-ভালে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০১/২০১৭বেশ মনে দাগ কাটল।
-
মোনায়েম খান নিজাম ২৯/০১/২০১৭বেশ লিখেছেন, কবি।
-
প্রশান্ত কুমার ঘোষ ২৯/০১/২০১৭সুন্দর