চোখটা ভাসে জলে
চোখটা ভাসে জলে
সাইয়িদ রফিকুল হক
মনে তোমার অনেক বেশি ভালোবাসা
কিন্তু দেখি চোখটা ভাসে জলে!
বুকের ভিতর কান্না-চেপে হাসছো তুমি
মিথ্যাসুখের আশ্বাসেরই ছলে!
ভালোবাসার বাগানটা যে ভরে গেছে
অনেক বেশি কাঁটাসম-জঙ্গলে,
জোর করে তাই মনভুলাতে হাসছো তুমি
কিন্তু দেখি চোখটা ভাসে জলে!
মুখের উপর রোদ পড়েছে একটুখানি
এর আড়ালে মেঘ জমেছে বেশ,
কষ্টনদী সাঁতরে তুমি পারবে কিনা
এতোদিনের দুঃখ-জরা করতে শেষ?
কষ্ট-চেপে মলিনবেশে হাসলে তুমি
আসবে কিনা অনেক সুখের ঢল?
ফুলের মতো আপনমনে হেসে বন্ধু
মুছে ফেলো তোমার চোখের জল।
আর-কতদিন থাকবে তুমি মলিনবেশে
মিথ্যাআশায় ভালোবাসার ছলে,
তোমায় দেখে বুকটা আমার যাচ্ছে এখন ফেটে
বন্ধু তোমার চোখটা কেন ভাসে এমন জলে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৯/০১/২০১৭অসাম......
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০১/২০১৭খুব সুন্দর।
-
সভ্যচাষী সপ্তম ২৯/০১/২০১৭...... কারো চোখেঁর জলে ভেসে ভেসে এত সুন্দর কাব্য হতে পারে আমার জানা নাই..... অসাধারণ.... জয়েতুু কবি জয়েতু
-
মোনায়েম খান নিজাম ২৮/০১/২০১৭ভালো লাগলো।
-
গালিব আফসারী ২৮/০১/২০১৭অনেক ভালো লাগলো