পদ্মপাতার জল
পদ্মপাতার জল
সাইয়িদ রফিকুল হক
এখন কি আর প্রেমটেম আছে?
আছে শুধু ভান,
পদ্মপাতার জলের মতো
ঝরে পরার তান!
প্রেমের নামে দেখছি এখন
স্বার্থ-লোভের খেলা,
এই দুনিয়ায় বসছে জেঁকে
ভণ্ডদেরই মেলা!
প্রেমের আশায় মরছে ঘুরে
কত প্রেমিকজন,
ভালোবাসায় আশা আছে—
কিন্তু কতক্ষণ?
ভালোবাসার রকম দেখে
পাই না মনে বল,
স্বার্থনেশায় প্রেমের দশা
পদ্মপাতার জল!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৫/০১/২০১৭খুবই সুন্দর
-
সোলাইমান ২৫/০১/২০১৭অনেক ভালো লাগা রেখে গেলাম, শুভেচ্ছা কবি
-
প্রশান্ত কুমার ঘোষ ২৫/০১/২০১৭সুন্দর ,ছন্দময়
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০১/২০১৭খুব সুন্দর।
-
মুহাম্মদ রুমান ২৪/০১/২০১৭nice
-
সোহেল আহমেদ ইবনে ছাদ ২৪/০১/২০১৭Nice
-
রইস উদ্দিন খান আকাশ ২৪/০১/২০১৭বেশ সুন্দর ভাবনা ।