একটু লজ্জা চাই
একটু লজ্জা চাই
সাইয়িদ রফিকুল হক
তোমার অনেক লজ্জা কম,
তাইতো দেখি ধরছে যম!
এসো একটু লজ্জা কিনি,
মূলের চেয়ে হোক না মিনি!
এসো বন্ধু তবুও একটু লজ্জা কিনি।
তোমার দেখি লজ্জা নাই!
বাঁচার জন্য লজ্জা চাই।
লজ্জা ছাড়া বাঁচলে মানুষ,
তুমি হবে ফুটো ফানুস!
লজ্জা ছাড়া উপায় নাই,
তাইতো একটু লজ্জা চাই।
পশু হলে বেঁচে যেতে,
উলঙ্গ হয়ে থাকতে পারতে!
মানুষ যখন হলেই তুমি,
চাই যে সবার লজ্জারাঙা মনোভূমি।
পশুর স্বভাব যাও না ভুলে,
একটু লজ্জা নাও না তুলে।
আয়রে সবাই মানুষ হয়ে বাঁচরে ভাই,
সবার মনে একটুখানি লজ্জা চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৪/০১/২০১৭অসাধারণ প্রকাশ।
-
রইস উদ্দিন খান আকাশ ২৩/০১/২০১৭লজ্জা মানুষের একটি ভূষণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০১/২০১৭আজ সেটাই তো আমাদের নেই। অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।
-
আব্দুল হক ২২/০১/২০১৭বেশ ভালো লিখেছেন; ধন্যবাদ।