দুর্জন-সঙ্গে
দুর্জন-সঙ্গে
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনের সঙ্গে থেকে
আর যে কত ঝুলবে?
মনের ভুলে ভূষণ তোমার
আর যে কত খুলবে!
আকাশের চাঁদ ছুঁইতে গিয়ে
করলে নাকো বিয়ে,
এই জীবনে কী-যে করবো
বন্ধু তোমায় নিয়ে!
বাল্যশিক্ষা ভুলে গেছো
মনে পড়ে নীতি?
জেনে রেখো বন্ধু তুমি
দুর্জন-সনে হয় না প্রীতি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭ভালবাসা প্রিয় কবিকে, ভাল থাকুন ।
-
প্রশান্ত কুমার ঘোষ ২০/০১/২০১৭বেশ
শুভেচ্ছা কবি । -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০১/২০১৭ছবিটা ঠিক বুঝলাম না। শুভেচ্ছা। ভালো থাকুন।
-
আব্দুল হক ১৯/০১/২০১৭ছবির সঙ্গে কবিতার সম্পর্ক বুঝতে পারলাম না॥