ভালোবাসা খুব যে কাঁদায়
ভালোবাসা খুব যে কাঁদায়
সাইয়িদ রফিকুল হক
আমার কথা খুব সহজে গেছই তুমি ভুলে,
তোমার কথা রেখেছি তাই আমি তুলে।
ভালোবাসার দিনগুলো যে
আসবে না আর সে তো জানি,
আশার কথা তবু শোনায়
এই দুনিয়ায় প্রেমের বাণী!
ভালোবাসা খুব যে কাঁদায়
আবার দেখি একটু হাসায়!
ভালোবাসার মায়াজালে কথা বলি মনটা খুলে,
তবু তুমি দেখো নাকো একটিবারও মুখতুলে!
তোমার কথা মনে পড়ে খুব করে,
মনটা তখন ধরে রাখি কেমন করে?
অবুঝ-মনে জ্বলে শুধু আশার আলো,
বন্ধু আমার চিরদিনই থেকো ভালো।
ভালোবাসার চোরাবালি টানছে আমায় পিছে,
আজকে দেখি জীবনটা যে আমার খুব মিছে!
এসো বন্ধু, এই বসন্তে কথা বলি মনখুলে,
জীবনটা যে ভরে উঠবে তাইলে ফুলে-ফুলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭হতে পারে তাও।
-
বিশ্বামিত্র ১৯/০১/২০১৭কবি,শুভেচ্ছা থাকল।
-
প্রশান্ত কুমার ঘোষ ১৯/০১/২০১৭অনেক ভাললাগা রেখে গেলাম কবি
-
দ্বীপ সরকার ১৯/০১/২০১৭ভালোবাসা রইলো।
-
Anjon Ch.Acharjee ১৯/০১/২০১৭ভালো।
-
মো: হাবিবুর রহমান বাবলু ১৯/০১/২০১৭মনে পড়া এবং কাছে আসার আহ্বান ৷ ভাল ৷ আরো ভাল লেখা যায় ৷
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০১/২০১৭এমনই হয়। অনেক শুভেচ্ছা।
-
রাবেয়া মৌসুমী ১৯/০১/২০১৭আসবে ..
-
আব্দুল হক ১৮/০১/২০১৭সুন্দর সুন্দর লিখা !
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০১/২০১৭সুন্দর