আমার দেশের কিশোরগুলো
আমার দেশের কিশোরগুলো
সাইয়িদ রফিকুল হক
আমার দেশের কিশোরগুলো,
খাচ্ছে নাকি পাকি-মূলো?
ওরা এখন ভীষণরকম দুরন্ত,
এই সুযোগে পাপীগুলো
দিচ্ছে নাতো কু-মন্ত!
ওদের এখন রাখতে হবে
ভীষণভাবে চোখে-চোখে,
নইলে ওরা নষ্ট হলে
ভাসবে জাতি করুণ-শোকে!
পাকিস্তানের দালালগুলো
করতে পারে বিপথগামী,
তার আগে যে পথটা দেখাও
মহান তুমি অন্তর্যামী।
আমার দেশের কিশোরগুলো,
এখনও তো আছে ভালো।
এবার ওদের সঠিক পথে,
দাও চড়িয়ে জাতির রথে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২১/০১/২০১৭চমৎকার কবিতার জন্য শুভেচ্ছা।।
-
আমি-তারেক ১৮/০১/২০১৭sundor vab prokash...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০১/২০১৭ভালো ভাবনা। শুভেচ্ছা।
-
jannatul ripa ১৭/০১/২০১৭বাহ বেশ
-
পরশ ১৭/০১/২০১৭অনেক সুন্দর হয়েছে
-
ফয়জুল মহী ১৭/০১/২০১৭উজ্জ্বল দীপ্তিশিীল রচনা শৈলী