গুণহীনের কদর
গুণহীনের কদর
সাইয়িদ রফিকুল হক
পলাশফুলে সুবাস নাই,
ভণ্ডলোকের কদর তাই।
পলাশগুলো ফুটছে এখন,
গোলাপসুবাস পাবে কখন?
বাঁদরগুলোর ভেংচি দেখে,
সত্যকথা রাখছে ঢেকে!
মিথ্যা এখন ফুটছে বেশ,
সত্যকথার দিনটা শেষ?
তবুও দেখি ফুটছে গোলাপ,
সাধুসনে কর আলাপ।
আসল-ফুলের সুবাস নাও,
পলাশগুলো ফেলে দাও।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
পলাশফুলে সুবাস নাই,
ভণ্ডলোকের কদর তাই।
পলাশগুলো ফুটছে এখন,
গোলাপসুবাস পাবে কখন?
বাঁদরগুলোর ভেংচি দেখে,
সত্যকথা রাখছে ঢেকে!
মিথ্যা এখন ফুটছে বেশ,
সত্যকথার দিনটা শেষ?
তবুও দেখি ফুটছে গোলাপ,
সাধুসনে কর আলাপ।
আসল-ফুলের সুবাস নাও,
পলাশগুলো ফেলে দাও।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abheek ২৬/০১/২০১৭খুব সুন্দর!
-
সোলাইমান ২১/০১/২০১৭অসাধারণ অনুভূতির লিখন ।। অনেক অনেক ভালো লাগা ।। ভালো থাকুন সর্বদা ।। শুভ কামনা নিরন্তর...
-
আরিফ মুহাম্মদ ১৭/০১/২০১৭ঠিক কথা বলেছেন কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০১/২০১৭বেশ নীতিমূলক। শুভেচ্ছা।
-
গালিব আফসারী ১৭/০১/২০১৭অনেক ভালো লাগলো।
-
আব্দুল হক ১৭/০১/২০১৭ছোট সুন্দর
-
কাকলি মল্লিক ১৬/০১/২০১৭ভালো লাগল,শুভেচ্ছা।
-
রইস উদ্দিন খান আকাশ ১৬/০১/২০১৭শান্ত প্রতিবাদ