মনে তোমার ব্যাধি
মনে তোমার ব্যাধি
সাইয়িদ রফিকুল হক
মানুষ তুমি কেমন করে
হবে ফুলের মতো?
মনে তোমার ব্যাধি আছে
অনেকরকম শতো!
একটা যদি বলি এখন
রাগবে তুমি ভীষণ,
পাপের পথে চলছো তুমি
হয়নি বন্ধ মিশন।
মানুষ-মারার অভিযানে
চলছো সবার আগে,
লাভের হিসাব করছো তুমি
শুধু নিজের ভাগে!
হিংসা-ঘাতক শুয়ে আছে
তোমার সারাদেহে,
জ্বলছে দেখি ভীষণ বেগে
লোভের আগুন তাহে।
মানুষ তুমি ভালো হলে
মনে কেন ব্যাধি?
একটু তুমি হও না ভালো
কত করে সাধি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মানুষ তুমি কেমন করে
হবে ফুলের মতো?
মনে তোমার ব্যাধি আছে
অনেকরকম শতো!
একটা যদি বলি এখন
রাগবে তুমি ভীষণ,
পাপের পথে চলছো তুমি
হয়নি বন্ধ মিশন।
মানুষ-মারার অভিযানে
চলছো সবার আগে,
লাভের হিসাব করছো তুমি
শুধু নিজের ভাগে!
হিংসা-ঘাতক শুয়ে আছে
তোমার সারাদেহে,
জ্বলছে দেখি ভীষণ বেগে
লোভের আগুন তাহে।
মানুষ তুমি ভালো হলে
মনে কেন ব্যাধি?
একটু তুমি হও না ভালো
কত করে সাধি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭
-
আমি-তারেক ১৩/০১/২০১৭valo...suveccha...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০১/২০১৭সুন্দর বন্ধু।
-
আব্দুল হক ১২/০১/২০১৭ভালো লিখা!
দারুণ লিখেছেন কবি।