আসল কাজে মন দাও
আসল কাজে মন দাও
সাইয়িদ রফিকুল হক
শুকনো-পাতার বিলাপ দেখে
মুষড়ে গেলাম ভয়ে,
তাজাপাতা যাচ্ছে ঝরে
কঠিন আঘাত সয়ে!
বাসি-ফুলের কদর দেখে
কাঁদছি বসে ঘরে,
আপনজনে শত্রু হলে
করবে কী আর পরে?
পরের ছেলে হাসলো বেশি
দিচ্ছো ধমক কষে!
নিজের ছেলে খাচ্ছে বিড়ি
তবুও আছো বসে?
জনসেবক করছে সেবা
দিচ্ছো তাতে বাধা!
দেশের কাজে উদাস হয়ে
পালায় এখন গাধা।
শুকনো-পাতা যাচ্ছে ঝরে
করছো কেন বিলাপ?
তাজাপাতা ধরে রাখার
শুরু করো আলাপ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
শুকনো-পাতার বিলাপ দেখে
মুষড়ে গেলাম ভয়ে,
তাজাপাতা যাচ্ছে ঝরে
কঠিন আঘাত সয়ে!
বাসি-ফুলের কদর দেখে
কাঁদছি বসে ঘরে,
আপনজনে শত্রু হলে
করবে কী আর পরে?
পরের ছেলে হাসলো বেশি
দিচ্ছো ধমক কষে!
নিজের ছেলে খাচ্ছে বিড়ি
তবুও আছো বসে?
জনসেবক করছে সেবা
দিচ্ছো তাতে বাধা!
দেশের কাজে উদাস হয়ে
পালায় এখন গাধা।
শুকনো-পাতা যাচ্ছে ঝরে
করছো কেন বিলাপ?
তাজাপাতা ধরে রাখার
শুরু করো আলাপ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭
-
শাহজাহান সিরাজ ১১/০১/২০১৭বেশ ছন্দময়। খুব ভালো লাগলো।
-
আব্দুল হক ১০/০১/২০১৭ভালো কবিতা প্রাণ জুড়িয়ে যায়!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০১/২০১৭ভালো লাগল।
অনেক শুভেচ্ছা জানবেন কবি ।