ভালোবাসার ফুলে
ভালোবাসার ফুলে
সাইয়িদ রফিকুল হক
তোমার কাছে ফুল চেয়েছি
দিলে তুমি হুল!
এই জীবনে বন্ধু তুমি
করলে বড় ভুল।
ফুলের মালা গাঁথবো বলে
আশায় ছিলাম বসে,
তুমি বন্ধু ধমক দিলে
ভীষণ জোরে কষে!
ভালোবাসার রাজ্যে তুমি
সাজলে বড় ডাকু,
প্রেমের পথে কাঁটা ফেলে
ধরলে আবার চাকু!
মানুষ কেন এমন হয়?
বসত করে ভুলে,
এমন কী যে দোষ করেছে
ভালোবাসার ফুলে!
তোমার কাছে ফুল চেয়েছি
পেলাম অনেক কাঁটা,
সবাই এমন নিঠুর হলে
আর কি যাবে
প্রেমের পথে হাঁটা?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০৮/০১/২০১৭চমৎকার হয়েছে কবিতা।
-
পরশ ০৮/০১/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০১/২০১৭হাঁটতেই হবে। শুভেচ্ছা।
-
আব্দুল হক ০৮/০১/২০১৭সুন্দর লিখার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা প্রিয়।