স্বপ্ন দেখো ভালোবাসার
স্বপ্ন দেখো ভালোবাসার
সাইয়িদ রফিকুল হক
স্বপ্ন-দেখার সাধ্য আছে তবু তুমি ঘুমে,
দিনদুপুরে মগ্ন তুমি মিথ্যা-স্বপন চুমে!
অলস তুমি ভীষণরকম—কীসে তোমার মন?
মিথ্যা-মোহে ভুলে গেছো আসল-আপনজন!
স্বপ্ন দেখো জীবনটাকে করবে কেমনে রঙিন,
মিথ্যা-প্রেমে মগ্ন হয়ে জীবন তোমার সঙ্গিন!
ভালোবাসার এই দুনিয়ায় কাঁদছো কেন মিছে?
বন্ধু তোমার কাছেই আছে চেয়ে দেখো পিছে।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে বাড়বে মনের জ্বালা,
তারচে বন্ধু স্বপ্ন দেখো খুলে মনের তালা।
স্বপ্ন দেখো ভালোবাসার বন্ধু তুমি সবার,
বিশ্বজুড়ে পাবে তুমি ভালোবাসা অপার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭অসাধারণ শব্দশৈলী দিয়ে চিত্রিত শুভেচ্ছা প্রিয় কবিকে
-
মেহেদী হাসান (নয়ন) ০৬/০১/২০১৭ভাল লিখছেন কবি।।
। -
মোনালিসা ০৫/০১/২০১৭দারুন স্বপ্ন
-
রাবেয়া মৌসুমী ০৫/০১/২০১৭স্বপ্ন ছাড়া জীবন সুন্দর হতেই পারেনা ,তাই স্বপ্ন দেখ..সুন্দর কবিতা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০১/২০১৭কবিতার সাথে তোমার দেওয়া ছবিগুলি খুব সুন্দর হয়। অনেক শুভেচ্ছা।
-
আব্দুল হক ০৪/০১/২০১৭আপনার জন্য ভালবাসা রইল
-
আমি-তারেক ০৪/০১/২০১৭bah valo...