সত্য এখন অধরা
সত্য এখন অধরা
সাইয়িদ রফিকুল হক
সত্য এখন খুব অধরা,
সবার কাছে মিথ্যা আছে
সত্য এখন আধমরা!
সত্য এখন তোমার কাছে
আয়েশ করে হচ্ছে রোজ বলি,
আর যে মিথ্যা—
সে তো তোমার হৃদয়কলি!
মিথ্যার যুগে সত্যে ভীষণ খরা,
সত্য বলার মানুষ আছে?
সত্য এখন সত্যি অধরা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৯/০১/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০১/২০১৭"সত্য পথে কেউ নয় রাজি-------"
শুভেচ্ছা।
অর্থপূর্ণ বাস্তবতার বর্ণিল চিত্র!
এই হলো আমাদের বর্তমান!
খুব ভাল লাগর প্রিয় কবি।