আখের ছিবড়া
আখের ছিবড়া
সাইয়িদ রফিকুল হক
গ্রন্থপাঠে নাহি তোমার মন,
আজ কে বলবে তুমি সজ্জন!
খাদ্য-লোভে আজকে তুমি
এক-পিঁপড়া!
রূপ নাই রস নাই
জীবনটা যে তোমার আখের ছিবড়া।
অনেক বড় হলে তুমি
দৈর্ঘ্যে-প্রস্থে একেবারে মহাকায়,
বিদ্যা নাহি বুদ্ধি নাহি
আজকে তুমি কতবড় অসহায়!
আখটা চিরে ওই রসটুকু
কেহ যদি নেয় গো বের করে,
কে-ই-বা আছে এমন বোকা
বাজে ছিবড়া সযত্নে রাখবে ঘরে!
আখের ছিবড়া হয়ো নাকো
হও না তুমি রসে ভরা মিষ্টি,
দেখবে তুমি ভালোবাসবে
এই তোমাকেই জগতসৃষ্টি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
গ্রন্থপাঠে নাহি তোমার মন,
আজ কে বলবে তুমি সজ্জন!
খাদ্য-লোভে আজকে তুমি
এক-পিঁপড়া!
রূপ নাই রস নাই
জীবনটা যে তোমার আখের ছিবড়া।
অনেক বড় হলে তুমি
দৈর্ঘ্যে-প্রস্থে একেবারে মহাকায়,
বিদ্যা নাহি বুদ্ধি নাহি
আজকে তুমি কতবড় অসহায়!
আখটা চিরে ওই রসটুকু
কেহ যদি নেয় গো বের করে,
কে-ই-বা আছে এমন বোকা
বাজে ছিবড়া সযত্নে রাখবে ঘরে!
আখের ছিবড়া হয়ো নাকো
হও না তুমি রসে ভরা মিষ্টি,
দেখবে তুমি ভালোবাসবে
এই তোমাকেই জগতসৃষ্টি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৯/০১/২০১৭
-
রাবেয়া মৌসুমী ০২/০১/২০১৭তাই ?
-
শমসের শেখ ০২/০১/২০১৭ভালো লাগলো কবি।
-
আব্দুল হক ০১/০১/২০১৭সুন্দর লিখা
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম ।
ভালো থাকুন সবসময় !!