ফিরে আসবে বৈশাখ
ফিরে আসবে বৈশাখ
সাইয়িদ রফিকুল হক
নববর্ষ ফিরে আসবে আমাদেরই বৈশাখে,
সাড়া দেই না থার্টি-ফার্স্টের কুহক-ডাকে!
আমাদেরই বৈশাখ-মাসে জমবে আবার মেলা,
ভাল্লাগেনা থার্টি-ফার্স্টের ইংরেজ-জাতির খেলা।
মনে পড়ে ভারতভূমির ক্ষুদিরামের কথা,
অমনি দেখি হৃদয়জুড়ে বেড়ে যায় যে ব্যথা!
দেশীবিদ্যা পড়েছে ভাই আমাদেরই পেটে,
কী লাভ আছে ইংরেজ-বোলে ভূতের বেগার খেটে!
দুদিন পরেই আসবে ফিরে আমাদেরই বৈশাখ,
তখন বাজবে হৃদয়জুড়ে সত্যপ্রেমের জয়ঢাক।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।