ষড়রিপুর খেলা
ষড়রিপুর খেলা
সাইয়িদ রফিকুল হক
আয়েশ করে যাই বা রাঁধি
ভাল্লাগেনা কিছুই তোমার
মনে তোমার কঠিন-ব্যাধি।
ঘর-সাজালাম হরেক ফুলে,
তবুও তুমি গেলে ভুলে!
ফুলে নাকি গন্ধ নাই,
আসল-কথা বলি খুলে
তোমার মনে প্রেম নাই।
হাসিমুখে বললে কথা
বাড়ে তোমার মনের জ্বালা!
লাভ কি আছে তোমার কাছে
খুলে দিলে ফুলের ডালা।
আসলে যে মনে তোমার
ষড়রিপু করছে খেলা,
ব্যাধির ডেরায় কেমন করে
আসবে সুখের প্রভাতবেলা?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১২/২০১৬
সাইয়িদ রফিকুল হক
আয়েশ করে যাই বা রাঁধি
ভাল্লাগেনা কিছুই তোমার
মনে তোমার কঠিন-ব্যাধি।
ঘর-সাজালাম হরেক ফুলে,
তবুও তুমি গেলে ভুলে!
ফুলে নাকি গন্ধ নাই,
আসল-কথা বলি খুলে
তোমার মনে প্রেম নাই।
হাসিমুখে বললে কথা
বাড়ে তোমার মনের জ্বালা!
লাভ কি আছে তোমার কাছে
খুলে দিলে ফুলের ডালা।
আসলে যে মনে তোমার
ষড়রিপু করছে খেলা,
ব্যাধির ডেরায় কেমন করে
আসবে সুখের প্রভাতবেলা?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৪/২০২২ভালো
-
সোলাইমান ০৯/০১/২০১৭অসাধারণ শব্দের মায়াজাল!
খুব ভালো লাগলো ।
শুভকামনা প্রিয় কবি। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০১/২০১৭বেশ বেশ! Happy New Year 2017.
-
আহমাদ সাজিদ ৩০/১২/২০১৬বেশ ভালোই লিখেছেন.. লিখতে থাকুন, তাল আর লয় ঠিক রেখে...ধন্যবাদ