কাজল-চোখে
কাজল- চোখে
সাইয়িদ রফিকুল হক
কাজল-চোখে ডাকলে কাছে,
দূরে থাকার সাধ্য আছে?
চোখ যে তোমার কাজল-কালো,
তার উপরে কাজল-আলো!
ঘোর লেগে যায় হঠাৎ করে,
মন কি তখন থাকে ঘরে?
রূপের নেশায় বারুদ হয়ে
মন ছুটে যায় নির্ভয়ে।
ঘর চিনি না জন চিনি না,
কাজল ছাড়া আর দেখি না!
চোখের নেশা এমন নেশা,
মন মানে না বাড়ে তৃষা!
তোমার রূপে গেলাম মজে,
কাজল-কালো নিলাম খুঁজে।
চোখে তোমার জাদু আছে,
কাজল-চোখ যে ডাকলো কাছে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০১/২০১৭ছবির মতোই কবিতা। Happy New Year 2017.
-
সোলাইমান ০১/০১/২০১৭দারুন প্রয়াস ! ছন্দে ছন্দে কবি বলে গেলেন অনেক কথা বিমুগ্ধ !
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম ।
ভালো থাকুন ! -
আমি-তারেক ৩০/১২/২০১৬bah kajol er sundor prokash...
-
পরশ ৩০/১২/২০১৬জাক্কাস
-
চন্দন পাল ৩০/১২/২০১৬দারুন
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/১২/২০১৬বেশ ভাল