তোমার মুখের রোদটুকু
তোমার মুখের রোদটুকু
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখের নরম-রোদটুকু
সেদিন সকালে এসে লেগেছিলো
আমার শরীরে—আর শুষ্ক-দেহে,
কী এক মধুর উত্তাপ দেখেছি
সেদিন সকালে।
আরও দেখেছি তোমার মুখের
নরম-নরম হাসিভরা-রোদ!
এরই একটু এখনও যেন
খুব লেগে আছে আমারই মুখে।
হঠাৎই দেখি হারিয়ে গিয়েছে
তোমার মুখের নরম-রোদটুকু!
এখন সেখানে খেলা করিতেছে
নানান রঙের মেঘপুঞ্জ।
কবে মেঘ কেটে তোমার মুখে যে
ফিরিয়া আসবে আবার সেই রোদ!
চাতকপাখির সাধনার মতো
বিরাট আশায় এই বুক-বেঁধে
বসিয়া রয়েছি তোমার মুখের
সেই হাসিভরা নরম-রোদের প্রত্যাশায়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/১২/২০১৬ভালো। শুভেচ্ছা।
-
রাবেয়া মৌসুমী ২৯/১২/২০১৬একটু েকমন মনে হল..
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ২৮/১২/২০১৬ভাল । কিন্তু সাধুভাষা ও চলতিভাষা মিলেমিশে গেছে । খেলা করিতেছে - খেলা করছে, ফিরিয়া আসবে - ফিরে আসবে, বসিয়া রয়েছি - বসে রয়েছি । এইগুলো একটু চিন্তা করে দেখবেন আর মার্জনা করবেন নাক গলানোর জন্য । শুভেচ্ছা ও শুভকামনা ।