www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মুখের রোদটুকু



তোমার মুখের রোদটুকু
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখের নরম-রোদটুকু
সেদিন সকালে এসে লেগেছিলো
আমার শরীরে—আর শুষ্ক-দেহে,
কী এক মধুর উত্তাপ দেখেছি
সেদিন সকালে।
আরও দেখেছি তোমার মুখের
নরম-নরম হাসিভরা-রোদ!
এরই একটু এখনও যেন
খুব লেগে আছে আমারই মুখে।
হঠাৎই দেখি হারিয়ে গিয়েছে
তোমার মুখের নরম-রোদটুকু!
এখন সেখানে খেলা করিতেছে
নানান রঙের মেঘপুঞ্জ।
কবে মেঘ কেটে তোমার মুখে যে
ফিরিয়া আসবে আবার সেই রোদ!
চাতকপাখির সাধনার মতো
বিরাট আশায় এই বুক-বেঁধে
বসিয়া রয়েছি তোমার মুখের
সেই হাসিভরা নরম-রোদের প্রত্যাশায়।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/১২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো। শুভেচ্ছা।
  • রাবেয়া মৌসুমী ২৯/১২/২০১৬
    একটু েকমন মনে হল..
    • জীবনটা আলো-আঁধারির খেলা। কবিদের লেখা হলো মানবজীবনের প্রতিচ্ছবি। তাই অন্যরকম...
      আপনাকে অশেষ ধন্যবাদ।
  • ভাল । কিন্তু সাধুভাষা ও চলতিভাষা মিলেমিশে গেছে । খেলা করিতেছে - খেলা করছে, ফিরিয়া আসবে - ফিরে আসবে, বসিয়া রয়েছি - বসে রয়েছি । এইগুলো একটু চিন্তা করে দেখবেন আর মার্জনা করবেন নাক গলানোর জন্য । শুভেচ্ছা ও শুভকামনা ।
    • আসলে, কবিতায় সাধু-চলিত বলে কিছু নাই। ছন্দের প্রয়োজনে বা ছন্দের মাত্রা ঠিক রাখার জন্য এখানে, সজ্ঞানে সাধু-চলিতরীতির মিশ্রণ ঘটিয়েছি।
      আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে শুভেচ্ছাও।
 
Quantcast