চাঁদের আলো
চাঁদের আলো
সাইয়িদ রফিকুল হক
ফুল-পাখিরা ঘুমায় ছিল
চাঁদটা ছিল জেগে,
ঘুমের ব্যাঘাত ঘটছে বলে
মাতাল গেল রেগে!
ভাবলো সে যে ক্রুদ্ধ হয়ে
‘মাল খেয়েছি সকালে’,
এখনও যে সকাল আছে
প্রাণ যাবে কি অকালে?
চাঁদের আলো ভাল্লাগেনা
মদমাতালের কাছে,
এমন পাগল এই দুনিয়ায়
আর যে কোথায় আছে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৭/১২/২০১৬ভাল হয়েছে আবার লিখ্বেন
-
ইন্তিখাব আলম ২৭/১২/২০১৬khub sundr.
-
সোলাইমান ২৭/১২/২০১৬চির সত্য উপলব্ধি! শুভেচ্ছা রইল।
-
শমসের শেখ ২৬/১২/২০১৬সুন্দর লিখেছেন।