মানুষ সবার সেরা
মানুষ সবার সেরা
সাইয়িদ রফিকুল হক
ধর্ম অনেক বড় কিছু
তবু মানুষ-সমান নয়,
এই দুনিয়ায় মানুষ সেরা
হোক না তারই জয়।
সৃষ্টিমাঝে সবচে বড়
মানুষ যাকে বলি,
ধর্ম আছে মানবমনে
সাধু হয়ে চলি।
ভণ্ড যখন ধর্মে ঢোকে
ধর্মনাশ যে তখনই,
ধর্ম থেকে ভণ্ডগুলো
যা পালিয়ে এখনই।
আজকে থেকে
হোক না শপথ:
ভণ্ডচেনার অভিযানে,
ভণ্ডসাধু থাকবে নাকো
মানবজাতির ময়দানে।
বিশ্বব্যাপী রটে গেছে
মানুষ সবার সেরা,
ধর্ম আছে হৃদয়জুড়ে
সত্য দিয়ে ঘেরা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১২/২০১৬
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/১২/২০১৬খুব সুন্দর।
-
মোঃ সোহেল মাহমুদ ২৬/১২/২০১৬মাশাল্লাহ। দারুণ।
-
শমসের শেখ ২৬/১২/২০১৬অসাধারণ লেখা।
-
আব্দুল হক ২৫/১২/২০১৬বেশ সুন্দর লিখা; ধন্যবাদ
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম ।
ভালো থাকুন !!