তোমার আছে মন
তোমার আছে মন
সাইয়িদ রফিকুল হক
প্রজাপতির পাখনা আছে
তোমার আছে মন,
মনটা তোমার সবল হলে
উড়বে সারাক্ষণ!
একনিমিষে যেতে পারো
দৃষ্টিসীমার বাইরে,
মনের মতো শক্ত পাখা
আর যে কোথাও নাইরে।
মনটা তোমার ভালো হলে
বিশ্ব তোমার হাতে,
মনের মতো মানুষ হলে
উঠবে তুমি জাতে!
প্রজাপতির পাখনা আছে
তেমন কিছু নয়,
এই দুনিয়ায় মানুষজাতি
করবে সবই জয়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১২/২০১৬
সাইয়িদ রফিকুল হক
প্রজাপতির পাখনা আছে
তোমার আছে মন,
মনটা তোমার সবল হলে
উড়বে সারাক্ষণ!
একনিমিষে যেতে পারো
দৃষ্টিসীমার বাইরে,
মনের মতো শক্ত পাখা
আর যে কোথাও নাইরে।
মনটা তোমার ভালো হলে
বিশ্ব তোমার হাতে,
মনের মতো মানুষ হলে
উঠবে তুমি জাতে!
প্রজাপতির পাখনা আছে
তেমন কিছু নয়,
এই দুনিয়ায় মানুষজাতি
করবে সবই জয়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১২/২০১৬পরে মুগ্ধ হলাম।
-
অঙ্কুর মজুমদার ০৯/১২/২০১৬vlo.