বাদ্য বাজে দূরের বনে
বাদ্য বাজে দূরের বনে
সাইয়িদ রফিকুল হক
বাদ্য বাজে দূরের বনে
চলো শুনি সংগোপনে।
লোকালয়ের ভিড়টা ঠেলে
উড়ে চলি ডানা মেলে!
সবুজবনে যাবো মিশে,
থাকবে তবু পথের দিশে!
পাখির মতো পাখনা পেলে,
উড়বো শুধু ডানা মেলে।
দালানকোঠার শহর ছেড়ে,
মুক্তমনে উঠবো বেড়ে।
একটা দুটো চাই যে পাখা,
দেখবো গ্রাম সবুজমাখা।
বাদ্য বাজে দূরের বনে,
ছুটবো এবার আপনমনে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১২/২০১৬
সাইয়িদ রফিকুল হক
বাদ্য বাজে দূরের বনে
চলো শুনি সংগোপনে।
লোকালয়ের ভিড়টা ঠেলে
উড়ে চলি ডানা মেলে!
সবুজবনে যাবো মিশে,
থাকবে তবু পথের দিশে!
পাখির মতো পাখনা পেলে,
উড়বো শুধু ডানা মেলে।
দালানকোঠার শহর ছেড়ে,
মুক্তমনে উঠবো বেড়ে।
একটা দুটো চাই যে পাখা,
দেখবো গ্রাম সবুজমাখা।
বাদ্য বাজে দূরের বনে,
ছুটবো এবার আপনমনে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৮/১২/২০১৬chondo valo...
-
অঙ্কুর মজুমদার ০৭/১২/২০১৬vlo
-
রেজওয়ান উল হক জীবন ০৭/১২/২০১৬অনবদ্য!
-
আলমগীর সরকার লিটন ০৭/১২/২০১৬বেশ অন্তমিল চমৎকার দাদা
অনেক শুভেচছা রইল