চোখের ভাষা
চোখের ভাষা
সাইয়িদ রফিকুল হক
চোখ যে তোমার জাদু জানে,
তাইতো আমায় কাছে টানে।
চোখের ভাষা পড়তে পারি,
দেখতে পারি মনের বাড়ি!
তোমার চোখে স্বপ্ন আছে,
সব যে ভালো আমার কাছে।
চোখ দেখেছি সেই যে কবে,
জানি, তুমি আমার হবে।
চোখের জাদু যায় না ভোলা,
হৃৎগহীনে দেয় যে দোলা!
মনের মানুষ হবে তুমি,
বলছে যে তা-ই মনোভূমি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৪/১২/২০১৬vlo..........