লাভের বাজার
লাভের বাজার
সাইয়িদ রফিকুল হক
লাভের বাজার গরম এখন
লোভ যে সবার বেশি,
ফায়দা লুটে ভণ্ডগুলো
ফুলায় কত পেশী!
এই দুনিয়ায় সবাই এখন
হচ্ছে অধম-কানা,
মানবজাতি এই না পাপে
হবে বুঝি ফানা।
লাভের হিসাব কষতে সবাই
পায় যে ভীষণ সুখ!
সাতসকালে দেখছি শুধু
পাপীগুলোর মুখ।
হায়রে অধম জনমপাপী
খেলবি কত খেলা?
দেখ না চেয়ে আসছে তেড়ে
অমোঘ মরণবেলা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৩/১২/২০১৬ভাল লাগলো...।।
-
মোনালিসা ০৩/১২/২০১৬সুন্দর
-
রইস উদ্দিন খান আকাশ ০৩/১২/২০১৬ছন্দে ছন্দে মোহিত
-
অঙ্কুর মজুমদার ০৩/১২/২০১৬vlo
-
আব্দুল হক ০২/১২/২০১৬good