তুমি থাকলে
তুমি থাকলে
সাইয়িদ রফিকুল হক
তুমি থাকলে আমার লাগবে না আয়না,
তুমি থাকলে আমার মিটবে যে সকল বায়না!
তুমি থাকলে আমার হবে সকল আশা পূরণ,
তুমি থাকলে এই জীবনে ঘটবে বিরাট স্ফূরণ!
তুমি থাকলে সকাল হবে আলো-ঝলমল,
তুমি থাকলে বাড়বে আমার মনোবল।
তুমি থাকলে দূর যে হবে আঁধার-কালো রাত,
তুমি থাকলে চির-ফাগুন থাকবে সাথ-সাথ।
তুমি থাকলে বন্ধু আমার এই জীবনে হবে ভোর,
তুমি থাকলে বন্ধু আমার মুছে যাবে সকল লোর।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১২/২০১৬
সাইয়িদ রফিকুল হক
তুমি থাকলে আমার লাগবে না আয়না,
তুমি থাকলে আমার মিটবে যে সকল বায়না!
তুমি থাকলে আমার হবে সকল আশা পূরণ,
তুমি থাকলে এই জীবনে ঘটবে বিরাট স্ফূরণ!
তুমি থাকলে সকাল হবে আলো-ঝলমল,
তুমি থাকলে বাড়বে আমার মনোবল।
তুমি থাকলে দূর যে হবে আঁধার-কালো রাত,
তুমি থাকলে চির-ফাগুন থাকবে সাথ-সাথ।
তুমি থাকলে বন্ধু আমার এই জীবনে হবে ভোর,
তুমি থাকলে বন্ধু আমার মুছে যাবে সকল লোর।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ০৩/১২/২০১৬সুন্দর...
-
মোনালিসা ০৩/১২/২০১৬হুম্ম
-
অঙ্কুর মজুমদার ০৩/১২/২০১৬nice
-
মানসূর আহমাদ ০৩/১২/২০১৬বেশ কয়েক জায়গায় ছন্দপতন লক্ষ করা যাচ্ছে!!
-
আব্দুল হক ০২/১২/২০১৬nice
-
মোনালিসা ০২/১২/২০১৬জাক্কাস
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০২/১২/২০১৬সুন্দর হইয়েছে
-
বাবুল বাদশা ০২/১২/২০১৬#bangladesh www.facebook.com
-
বাবুল বাদশা ০২/১২/২০১৬তুমি থাকলে আমার লাগবে না আয়না। যাক আয়না কেনার টাকাটাই বেচে যাবে ।খুবভাল লাগল।
-
রাবেয়া মৌসুমী ০১/১২/২০১৬ছোট কিন্তু অনেক সুন্দর লাগলো। অনেক শুভ কামনা রইল।