www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার সেই হাসি




তোমার সেই হাসি
সাইয়িদ রফিকুল হক


এই পৃথিবীতে প্রতিদিন কতকিছু দেখি
আর সবকিছু ভেসে ওঠে দু’চোখের সামনে,
জগতে মানুষের কত রূপ আর কত বুদ্ধি!
দেখতে না চাইলেও সবকিছু দেখি মনের অজান্তে।
কত হাসি দেখি আর কত গান শুনি এই মনটা ভরে
হাসির জোয়ার দেখে কখনও-কখনও ঘাবড়ে যাই,
তবে সবকিছু ভালো লাগে না আমার চোখে,
তবু সবকিছু দেখি আর তা দেখতে হয়।
প্রতিদিন ফুল দেখি, পাখি দেখি, নতুন শব্দ শুনি,
আর দেখি নতুনভাবে প্রতারিত মানুষের মুখচ্ছবি,
আর করুণ দৃশ্যগুলো দেখতে-দেখতে একসময়
হাঁপিয়ে উঠি বারবার আমার ছোট্ট মনের অজান্তে।
তবু দেখা শেষ হয় না, তবু কিছুতেই মন ভরে না
প্রতিদিন কত হাসি দেখি আর কত গান শুনি,
তবু এই আমার ছোট্ট মনটা একবারও ভরে না,
আর একদিনও দেখিনি তোমার মুখের সেই মধুর হাসি!
পথের মোড়ে-মোড়ে কতবার থমকে দাঁড়াই
এই বুঝি তুমি আসবে আগের মতো গলির ধারে,
আর কত আসায় প্রতিদিন রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকি
সেই ছোট্ট পান-দোকানাটার কাছে মোহাচ্ছন্ন হয়ে,
তবু তুমি একদিন আসলে না আগের মতো
তবু তুমি একটুখানি হাসলে না আগের মতো
আর একদিনও মন ভরে দেখা হলো না তোমার সেই হাসি!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১১/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর হয়েছে!
  • দারুন কবি লিখে চলেন
  • সুন্দর শুভেচ্ছা র‌ইল।
  • মোনালিসা ০১/১২/২০১৬
    ভাল হয়েছে
  • রাবেয়া মৌসুমী ০১/১২/২০১৬
    ভালো
  • ইন্তিখাব আলম ৩০/১১/২০১৬
    valo laglo
  • অঙ্কুর মজুমদার ৩০/১১/২০১৬
    vlo.
 
Quantcast