ফিরে আয় সতে
ফিরে আয় সতে
সাইয়িদ রফিকুল হক
সারাদেহ চকচকে
শুধু হৃদয়ে ব্যাধি,
তবু আমরা কত স্বপ্নে
ছোট্ট বুকটা বাঁধি!
দেহের বলে হচ্ছি খাড়া
বুকের নাই বল,
মুখে আছে কাষ্ঠহাসি
চোখে শুধু জল!
আর যে কত কাটাবি তুই
এমন করে কোনোমতে,
হায়রে অবুঝ দিশেহারা
ফিরে আয় সতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
সারাদেহ চকচকে
শুধু হৃদয়ে ব্যাধি,
তবু আমরা কত স্বপ্নে
ছোট্ট বুকটা বাঁধি!
দেহের বলে হচ্ছি খাড়া
বুকের নাই বল,
মুখে আছে কাষ্ঠহাসি
চোখে শুধু জল!
আর যে কত কাটাবি তুই
এমন করে কোনোমতে,
হায়রে অবুঝ দিশেহারা
ফিরে আয় সতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইন্তিখাব আলম ২৮/১১/২০১৬Valo
-
অঙ্কুর মজুমদার ২৮/১১/২০১৬vlo.
-
মোনালিসা ২৮/১১/২০১৬সুন্দর
-
রবিউল ইসলাম রাব্বি ২৮/১১/২০১৬হৃদয় ছোয়া.. অনবদ্য প্রকাশ
-
আব্দুল হক ২৭/১১/২০১৬হয়েছে ভালো