বেশি
বেশি
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনার দাপট বেশি,
ভণ্ডগুলোর শক্ত পেশী।
মিথ্যাবাদীর পসার বেশি,
জালিমগুলো রঙিন কেশী।
ধান্দাবাজের ভক্তি বেশি,
টাউটগুলোর মুখে হাসি!
মুনাফিকের লেবাস বেশি,
ফাসেকগুলো দেখতে খাসি।
রাজাকারদের ধর্ম বেশি,
আলবদরের আছে পেশী।
পাঁঠাগুলোর দাপট বেশি,
জঙ্গিগুলো সর্বনাশী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনার দাপট বেশি,
ভণ্ডগুলোর শক্ত পেশী।
মিথ্যাবাদীর পসার বেশি,
জালিমগুলো রঙিন কেশী।
ধান্দাবাজের ভক্তি বেশি,
টাউটগুলোর মুখে হাসি!
মুনাফিকের লেবাস বেশি,
ফাসেকগুলো দেখতে খাসি।
রাজাকারদের ধর্ম বেশি,
আলবদরের আছে পেশী।
পাঁঠাগুলোর দাপট বেশি,
জঙ্গিগুলো সর্বনাশী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৭/১১/২০১৬সুন্দর বর্ননা......
-
ইন্তিখাব আলম ২৭/১১/২০১৬khub sundr laglo