সত্যবাদী নির্বাসিত
সত্যবাদী নির্বাসিত
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদী নির্বাসিত
মিথ্যাবাদী সমাদৃত!
চলছে খেলা মরণনেশায়,
বাঁচবে জাতি কোন সে আশায়?
বুকের ভিতর বারুদগুলো
আর কতোকাল থাকবে ঘুমায়?
ওঠরে মানুষ ওঠরে জেগে
দেশের জন্য বাঁচার আশায়।
শয়তানেরা বুনছে জাল
মাকড়সারই মতো,
এদের কাছে হচ্ছো কেন
মানুষ তুমি নত?
ওঠরে মানুষ ওঠরে জেগে
মিথ্যাবাদী-লাথি মেরে,
আর কতোকাল সত্যবাদী
এমন করে যাবে হেরে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদী নির্বাসিত
মিথ্যাবাদী সমাদৃত!
চলছে খেলা মরণনেশায়,
বাঁচবে জাতি কোন সে আশায়?
বুকের ভিতর বারুদগুলো
আর কতোকাল থাকবে ঘুমায়?
ওঠরে মানুষ ওঠরে জেগে
দেশের জন্য বাঁচার আশায়।
শয়তানেরা বুনছে জাল
মাকড়সারই মতো,
এদের কাছে হচ্ছো কেন
মানুষ তুমি নত?
ওঠরে মানুষ ওঠরে জেগে
মিথ্যাবাদী-লাথি মেরে,
আর কতোকাল সত্যবাদী
এমন করে যাবে হেরে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইন্তিখাব আলম ২৭/১১/২০১৬darun
-
অঙ্কুর মজুমদার ২৬/১১/২০১৬vlo.
-
জহির রহমান ২৫/১১/২০১৬মিথ্যাবাদীর মিথ্যা ত্রাসে
সত্যবাদী যায় যে ফেঁসে -
মোঃ রাযিব ২৫/১১/২০১৬ভাল লাগল