চোখের পর্দা
চোখের পর্দা
সাইয়িদ রফিকুল হক
চোখের পর্দা তুলে ফেল
লজ্জা তোমার গ্লানি,
ভণ্ড হলে একনিমিষে
বাড়বে তোমার মরদানি!
লজ্জা হলো তোমার ভূষণ
সবাই চায় না লজ্জা,
নির্লজ্জদের আজকে দেখি
কী ভয়ানক সাজসজ্জা!
পশুগুলো মানুষ এখন
মানুষগুলো বন্দি পশুশালে,
পশুর রাজ্যে কী যে ঘটবে
আর মানুষের ভালে!
লজ্জা যাদের ভেসে গেছে
হারাম টাকার গন্ধে,
আজকে তারা কী আর করবে
জুলুমবাজি বন্ধে!
চলো সবাই তুলে ফেলি
চোখের পর্দাখানি,
ভণ্ডগুলোর দলে ভিড়ে
করি শুধু কানাকানি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
চোখের পর্দা তুলে ফেল
লজ্জা তোমার গ্লানি,
ভণ্ড হলে একনিমিষে
বাড়বে তোমার মরদানি!
লজ্জা হলো তোমার ভূষণ
সবাই চায় না লজ্জা,
নির্লজ্জদের আজকে দেখি
কী ভয়ানক সাজসজ্জা!
পশুগুলো মানুষ এখন
মানুষগুলো বন্দি পশুশালে,
পশুর রাজ্যে কী যে ঘটবে
আর মানুষের ভালে!
লজ্জা যাদের ভেসে গেছে
হারাম টাকার গন্ধে,
আজকে তারা কী আর করবে
জুলুমবাজি বন্ধে!
চলো সবাই তুলে ফেলি
চোখের পর্দাখানি,
ভণ্ডগুলোর দলে ভিড়ে
করি শুধু কানাকানি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান টিটু ২৮/১১/২০১৬সুন্দর
-
দ্বীপ সরকার ২৬/১১/২০১৬সুন্দর।
-
অঙ্কুর মজুমদার ২৬/১১/২০১৬vlo.....
-
জহির রহমান ২৫/১১/২০১৬পড়লাম
-
রইস উদ্দিন খান আকাশ ২৫/১১/২০১৬দারুণ ভাব প্রকাশ
-
রাবেয়া মৌসুমী ২৫/১১/২০১৬সত্যি যেন তাই,ব্যক্তিত্বকে বির্সজনে ভন্ডের দলে ভিড়তেই প্রস্তুত আমরা।