রেডিমেট-মানুষ
রেডিমেট-মানুষ
সাইয়িদ রফিকুল হক
বাজারে এখন রেডিমেট-পোশাক পাওয়া যায় খুব বেশি
আর এই রেডিমেট-পোশাকের মতো সমাজে এখন
রেডিমেট-মানুষের সংখ্যাও খুবই বেড়ে গেছে,
রেডিমেট-পোশাকের জন্য আছে অজস্র গার্মেন্টস
আর এই গার্মেন্টসের মতো তৈরি হচ্ছে
মানুষ তৈরির আজগুবি ফ্যাক্টরি!
খুবই আজব দুনিয়ায় আমরা এখন বেড়ে উঠছি,
আসল মানুষ এখন খুঁজে পাওয়া সত্যি মুশকিল
আজ সবখানে দেখছি শুধু রেডিমেট-মানুষ!
এরা ভয়ানক অমানুষ আর ভয়ানক হিংস্র-পশু।
এদের মধ্যে মানুষ খুঁজতে গেলে শিউরে উঠবে যে-কেউ,
পশুগুলো এখন রেডিমেট-পোশাক গায়ে
হতে চাচ্ছে একনিমিষে রেডিমেট-মানুষ!
রেডিমেট কখনও মানুষ হয়?
রেডিমেট হয় বনের পশু,
রেডিমেট-পশুগুলো দূর হয়ে যাক বিধাতার রাজ্য থেকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
বাজারে এখন রেডিমেট-পোশাক পাওয়া যায় খুব বেশি
আর এই রেডিমেট-পোশাকের মতো সমাজে এখন
রেডিমেট-মানুষের সংখ্যাও খুবই বেড়ে গেছে,
রেডিমেট-পোশাকের জন্য আছে অজস্র গার্মেন্টস
আর এই গার্মেন্টসের মতো তৈরি হচ্ছে
মানুষ তৈরির আজগুবি ফ্যাক্টরি!
খুবই আজব দুনিয়ায় আমরা এখন বেড়ে উঠছি,
আসল মানুষ এখন খুঁজে পাওয়া সত্যি মুশকিল
আজ সবখানে দেখছি শুধু রেডিমেট-মানুষ!
এরা ভয়ানক অমানুষ আর ভয়ানক হিংস্র-পশু।
এদের মধ্যে মানুষ খুঁজতে গেলে শিউরে উঠবে যে-কেউ,
পশুগুলো এখন রেডিমেট-পোশাক গায়ে
হতে চাচ্ছে একনিমিষে রেডিমেট-মানুষ!
রেডিমেট কখনও মানুষ হয়?
রেডিমেট হয় বনের পশু,
রেডিমেট-পশুগুলো দূর হয়ে যাক বিধাতার রাজ্য থেকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৫/১১/২০১৬
-
আরিফ মুহাম্মদ ২৪/১১/২০১৬আমি সহমত।
-
রাবেয়া মৌসুমী ২৪/১১/২০১৬ভালোই বলেছেন।
-
জহির রহমান ২৩/১১/২০১৬চমৎকার লিখেছেন কবি! রেডিমেট মানুষগুলো দুর হয়ে যাক সে কামনাই করি।
-
পরশ ২৩/১১/২০১৬ঠিক
-
সোলাইমান ২২/১১/২০১৬ভালো
নিয়েছি গো মানুষগিরি।
সেই মানুষে মানবতা নাই
আছে শুধু ইতরামি